আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শীতলক্ষ্যায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত (২৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল তাজ জুট মিল এলাকার নদী থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী সকাল থেকে লাশটি নদীতে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলেও উপ-পরিদর্শক (এসআই) শামছুল ইসলাম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গেলেও ভাসমান লাশ হওয়ায় সে উদ্ধার করে নাই। যুবকটির গায়ের রং কালো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাশের অবস্থা দেখে মনে হয় ৭/৮ দিনে আগে যুবকটিকে হত্যা করে বিবস্ত্র অবস্থায় শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিয়েছে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানায়, লাশটি উদ্ধারে নৌপুলিশ কাজ করছে। পাশাপাশি আমাদের ফোর্সও তাদেরকে সহযোগিতা করছে।