আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শীঘ্রই তারাব পৌর সভায় প্রাইমারি হাসপাতাল হচ্ছে: হাসিনা গাজী

নবকুমার:

তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন, খুব শীঘ্রই তারাব পৌর সভায় প্রাইমারি হাসপাতাল হতে যাচ্ছে। জমি ঠিক হয়েছে। গোলাম দস্তগীর গাজী আমার ( হাছিনা গাজী) নামে যে ১৫ শতাংশ জমি দিয়েছে তা আমি তারাব পৌর সভার নামে দিয়েছি।

তিনি বলেন, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার । বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মানুষের কন্যাণে কাজ করে যাচ্ছে। তারাব পৌর সভার কোন মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে না । সবার চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

বুধবার (২২ মে ) তারাব পৌর সভার পুষ্টি কার্ড বিতরণ ও বেসরকারি হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

হাছিনা গাজী বলেন, বেসরকারি হাসপাতাল গুলোকে সঠিক ভাবে রক্ত পরীক্ষা করতে হবে। কোন গর্ভবতী মা রক্তের অভাবে মারা না যায় সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, যতক্ষণ বেচে আছি তারাব পৌরবাসীর সেবা করে যাবে।  আওয়ামী লীগ সরকার যত ভাতা দিচ্ছে পৃথিবীর অন্য কোন দেশে এত স্বল্প সময়ে তা দেয় নাই।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, লায়ন মোজাম্মেল হক,তারাব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা প্রমুখ।