আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিশু নিকেতনে পুরস্কার বিতরণ

ঐতিহ্যবাহী বন্দর শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান  শনিবার সকাল ৯টায় সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। বন্দর শিশু নিকেতনের উপদেষ্টা মিয়া খালেকুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
নিকেতনের চেয়ারম্যান মোঃ রহমতউল্লাহ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম পুরষ্কার বিতরণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. শাহ আলী মো: পিন্টু খান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসন্ত রহমান বিন্দু। ৩২টি ইভেন্টে মনোরম পরিবেশে খেলা পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ কবির হোসেন, মোঃ নেয়াত উল্লাহ, মঞ্জুর মুর্শেদ ভ’ইয়া ও প্রিন্সিপাল শামীমা আক্তার। ভাইস প্রিন্সিপাল নুসরাত ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি ফারজানা পারভীন মালা, শামসুন্নাহার, নাজিমুল ইসলাম পল্টু, মোঃ রিপন, শিপলু ভুইয়া, নিপু দাস প্রমুখ।

সর্বশেষ সংবাদ