আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিশু দিবসে বঙ্গবন্ধুর ছবি আঁকলেন মেহতাব গাজী

সংবাদচর্চা রিপোর্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে তারাবতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ মার্চ সকালে তারাব পৌরসভা কার্যালয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চমৎকার একটি ছবি আঁকলেন মেহতাব গাজী। তাঁর আঁকা ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। অনেকে তার প্রশংসা করছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং মেয়র হাছিনা গাজীর নাতি মেহতাব গাজী। সে বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার ছোট পুত্র ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রূপগঞ্জের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে তারাব পৌরসভায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র হাছিনা গাজী, বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, ছোট্ট শিশু মেহতাব গাজী। এর আগে জাতীয় শিশু দিবসের কেক কাটেন মেহতাব গাজী।

এসময় তারাব মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সচিব তাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, কাউন্সিলর আমির হোসেন, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম মনির, আক্তার হোসেন , জাকারিয়া মোল্লা, জোসনা বেগম, লায়লা পারভীন, মাহফুজা বেগম, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মেহের, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ফিরোজ ভুঁইয়া, দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, বাঙালিদের হৃদয়ে মিশে আছে বঙ্গবন্ধু। আমাদের তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানবে। আমাদের শিশুরা বঙ্গবন্ধুর ছবি আঁকতে পারছে। কোন অপশক্তি এখন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না।

জাতীয় শিশু দিবসে কেক কাটেন মেহতাব গাজী।