আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোপা জিতলেন সানিয়া মির্জা

ভারতের টেনিস সুপারস্টার সানিয়া মির্জার প্রত্যাবর্তনটা হলো স্বপ্নের মতো। হোবার্ট ইন্টারন্যাশনাল টেনিসে চীনের শাও পেং ও শুয়াই ঝ্যাং জুটিকে হারিয়ে শিরোপা জিতেছে সানিয়া মির্জা ও ইউক্রেনের নাদিয়া কিচেনক জুটি। ৬-৪, ৬-৪ সেটে ম্যাচটি জিতে নেয় অবাছাই এই জুটি।
পুত্র ইজহান মির্জা মালিকের জন্মের পর দুই বছর কোর্টের বাইরে ছিলেন সানিয়া মির্জা। দুই বছর পর ফিরেই শুরুটা যে ট্রফিমণ্ডিত হবে সেটা হয়তো কেউ ভাবেনি। হোবার্টে জিতে ২৮০ র‌্যাঙ্কিং পয়েন্ট অর্জন করলেন সানিয়া-নাদিয়া।
২০০৭ সালে সর্বশেষ মেয়েদের ডাবলসের শিরোপা স্বাদ নেন সানিয়া মির্জা। সেবার যুক্তরাষ্ট্রের বেথানি মাটেক-সান্ডসকে সঙ্গে নিয়ে জয় করেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল। ১৩ বছর পর ফের মেয়েদের ডাবলসের শিরোপার স্বাদ নিলেন এই ভারতীয় তারকা। এটি সানিয়ার ৪৩তম শিরোপা।

ট্রফি জয়ের পর উল্লসিত সানিয়া বলেন, আমার কাছে এই ট্রফি জয় অবিশ্বাস্য। এত দিন পরে কোর্টে ফিরে ট্রফি পাব, এটা ভাবিনি। আশা করি আমার লড়াই অন্য মেয়েদেরও অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, নাদিয়া বা আমি, কেউই আজ নিজেদের সেরাটা খেলিনি। তবুও আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি ভেবে সত্যিই খুব ভালো লাগছে। পরিবারকে সবসময় পাশে না পেলে এতটা সফল হতে পারতাম না।