আজ রবিবার, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিমলা মুম্বাই কেনো ? আতঙ্কে উলটা পাল্টা বলছেন

শিপন মীরঃ

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ বিমান ছিনতাই করতে গিয়ে নিহত পলাশ আহমেদের সাবেক স্ত্রী ‘ম্যাডাম ফুলি’ খ্যাত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়িকা শামসুন নাহার শিমলা।

রোববার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কমান্ডো অভিযানে পলাশ নিহত হওয়ার পরে ধীরে ধীরে উদ্ঘাটিত হয়, নিহত যুবক চিত্রনায়িকা শিমলার স্বামী।ঘটনার পর থেকেই আলোচনার শীর্ষে  চিত্রনায়িকা শিমলা।তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে বহুবার চেষ্টা করেও তার কোন খোজ মিলছিলো না ।

গতকাল রাতে বেসরকারি এক টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে সাক্ষাৎকারে শিমলা বলেন, ১২ সেপ্টেম্বর,২০১৭ ইং পলাশের সাথে আমার পরিচয় হয়। তার থেকে সম্পর্ক হয়ে আমরা ৩ মার্চ,২০১৮ইং তারিখে বিয়ে করি। বিয়ের ৩ মাস পর পলাশ মানসিক ভারসাম্যহীন(অটিস্টিক) বুঝতে পারি। শিমলা টিভি উপস্থাপিকার প্রশ্নের মুখে একেক সময় একেক  উত্তর দেন। শিমলা বলতে চান, পলাশ তার নাম লুকিয়ে রেখেছেন ও আগের বিয়ের কথা লুকিয়ে রেখেছেন তাই তিনি মানসিক ভারসাম্যহীন(অটিস্টিক)। বিয়ের বিভিন্ন তারিখ উল্লেখ করেছেন শিমলা, কিন্তু পলাশের ব্যক্তিগত ফেসবুক আইডিতে গত ২৪ সেপ্টেম্বর,২০১৮ইং তারিখে পলাশ উল্লেখ করেন তাদের প্রথম বিবাহবার্ষিকী। স্ট্যটাসটি হুবুহু দেওয়া হলো,

“এই হচ্ছে আমার বউ যে আমার হাজারো ভুলের মাঝে,আমাকে সহ্য করে পার করে দিলো ১ টি বছর,দোয়া করবেন যাতে সারাটা জীবন এই পাগলীটা আর আমি এক সাথে থেকে যেনো মরতে পারি,বউ অনেক ভালবাসি তোমায় আর কস্ট দেবোনা,
শুভ বিবাহ বার্ষিকি আদরের পুতুল বউ আমার।
I love You  lot more then my self…!!!”

এদিকে নিহত পলাশের বাবা দৈনিক সংবাদচর্চার প্রতিবেদককে জানান, আমার ছেলে আমাদের কথা শুনতো না, তার অপরাধ জগতের কথা জানিনা। এ ব্যাপারে শিমলা সব জানে , তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সে বিস্তারিত সব বলতে পারবে। আমাদের কাছ থেকে আলাদা হয়ে পলাশ শিমলার সাথে ছিল, একজন স্ত্রীর কাছে স্বামী অবশ্যই সবকিছু পরামর্শ করে থাকে। পলাশ শিমলাকে অনেক ভালোবাসতো।

জানা যায়, গত ৬ নভেম্বর  পলাশ আহমেদের ঠিকানায় তালাকের নোটিস পাঠিয়েছেন শিমলা। সেই সূত্রে জানা যায়, গত বছরের ৬ মার্চ বিয়ে করেন তারা। বিয়ের ৯ মাসের মাথায় তালাকের সিদ্ধান্ত নেন এ নায়িকা। কারণ হিসেবে শিমলা নোটিসে উল্লেখ করেন, ‘দাম্পত্যজীবনে সুখী হতে না পারা, মনের অমিল, বনিবনা না হওয়া, পারিবারিক অশান্তি ও মানসিক নির্যাতন’।আইন অনুযায়ী নোটিস পাঠানোর ৯০ দিনের মাথায় তাদের তালাক কার্যকর হয়েছে।

পলাশের শেষ স্ট্যাটাসে সে উল্লেখ করেন, “ঘৃনা নিঃশ্বাসে প্রশ্বাসে” পলাশের পরিবার ও বিভিন্নসূত্রে জানা যায়, মূলত শিমলার সাথে বিচ্ছেদের কারনেই এমন একটি ন্যাক্কারজনক বিমান হামলার মত ঘটিয়েছে। এই ঘটনার পর শিমলা চুপ থাকতে চান। তিনি কেনো মুম্বাই অবস্থান করছেন ? এমন কোন ঘটনা কি লুকাচ্ছেন নায়িকা শিমলা, যে কারনে ফেসে যেতে পারেন শিমলা। বিভিন্নসূত্র থেকে জানাযায়, নায়িকা শিমলার মুম্বাই অবস্থানের মূল কারণ হ-য-ব-র-ল । গ্রেফতার হতে পারেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়িকা শামসুন নাহার শিমলা।১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় শিমলার। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সবশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ চলচিত্র করে বেশ আলোচিত হন তিনি।