সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মীনি নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসামন লিপি রমজান উপলক্ষে দেওয়া খাদ্য সামগ্রী বিতরন করেছেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ও পিকাপ মালিক সমিতির শিমরাইল শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। গতকাল সোমবার বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালের অসহায় কয়েকশত ট্রাক, কাভার্ডভ্যান ও পিকাপ গাড়ি চালক ও হেলপারদের মাঝে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ও পিকাপ মালিক সমিতির শিমরাইল শাখা কার্যালয়ের সামনে সালমা ওসমান লিপির দেওয়া খাদ্য সামগ্রী চাল, ডাল, ছোলা, আলু, পিয়াজ, লবন, সাবান, তেলসহ এসব খাদ্য সামগ্রী দেলোয়ার হোসেন সালমা ওসমান লিপির পক্ষে বিতরন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সহ- সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ন সম্পাদক মোঃ মামুন হাওলাদার, কার্যকরী সভাপতি কাজী আব্দুস সাত্তার মিয়া, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির হিসাব রক্ষক আবুল কাশেম, খোকন, মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং শ্রমিক কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।