আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিমরাইলে অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম শিমরাইল মহাসড়কের দুই পাশে অবৈধ দোকান পাট কাচঁপুর হাইওয়ে থানা এবং সড়ক ও জনপদের সমন্বয়ে উচ্ছেদ করেছে ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) সকাল ১১ টায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে শিমরাইল মোড় থেকে ডাচ্ বাংলা ব্যাংক পর্যন্ত । দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে অবৈধ দোকানপাট বসিয়ে অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে। মহাসড়কের দুইপাশ অবৈধ কোন দোকানপাট না থাকলে যানজট সৃষ্টি হবে না । সে লক্ষ্যে মহাসড়কের দুইপাশে ১ হাজার দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

এসময় কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জাামান, শিমরাইল ক্যাম্প এর টি আই মশিউর রহমান,কাচঁপুর ক্যাম্প এর টি আই ফারুক, সার্জেন্ট, আনসার উপস্থিত ছিলেন।