আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘শিগগিরই পদত্যাগ করবেন ট্রাম্প’

অনলাইন ডেস্ক: শিগগিরই পদত্যাগ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! টনি সোয়ার্টজ নামের এক লেখক টুইটারে এমনই ইঙ্গিত দিয়ে পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন।

স্থানীয় সময় বুধবার কয়েকটি টুইটবার্তায় বেশ জোর গলায় তিনি মার্কিন প্রেসিডেন্টের পদত্যাগের কথা বলেন।

টুইট বার্তায় টনি ট্রাম্পকে ‘মানসিক ভারসাম্যহীন’ ও ‘বুদ্ধিপ্রতিবন্ধী’ বলে অভিহিত করেন। ট্রাম্পের ভবিষ্যৎবাণী করে তিনি বলেন ‘ট্রাম্পের গণ্ডি দ্রুতগতিতে গুটিয়ে আসছে। মুলার ও মার্কিন কংগ্রেস ট্রাম্পের সব পথ বন্ধ করার আগেই পদত্যাগ করবেন ট্রাম্প, আর নিজের জয় ঘোষণা করবেন।’ তিনি আরও উল্লেখ করেন, “আমি অবাক হব যদি তিনি এই বছরের শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন। এত জলদি না হলেও চলতি শরৎকাল শেষের আগেই পদত্যাগ করবেন তিনি।’

জানা যায়, টনি সোয়ার্টজ ট্রাম্পের কাছে একজন লোক। ১৯৮৭ সালে ‘দি আর্ট অব দ্য ডিল’ নামের একটি বই ট্রাম্প ও টনি ২ জন মিলে লিখেছিলেন। সেই থেকেই ট্রাম্পের সঙ্গে জড়িয়ে যান টনি।