আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন চলছে ॥ গণপরিবহন বন্ধ ॥ ভোগান্তিতে যাত্রীরা ॥

শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন

শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন

 

নিজস্ব প্রতিবেদক:
সড়কে নিরাপত্তাসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন চলছেই। শনিবার বেলা ১১টায় নগরীর চাষাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এসময় তারা সড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে দেখেন। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশী চালান।
এদিকে নিরাপত্তার অজুহাতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে যানবাহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিকরো। শনিবার সকাল থেকে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের অপেক্ষ করতে দেখা যায়। ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। বাস চলাচল বন্ধ থাকায় নারায়ণগঞ্জ থেকে অনেক যাত্রীকে বিকল্প ব্যবস্থায় সিএনজি, রিক্সাসহ বিভিন্ন পরিবহনে করে যেতে হয়ছে। আর এই সুযোগে রিক্সা ও সিএনজি চালকরা বেশী ভাড়া হাতিয়ে নিচ্ছেন।