আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস জানাতে হবে – বাদল

নিজস্ব প্রতিবেদক:

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফুল্লাহ বাদল বলেছেন, প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস জানাতে হবে ।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে নারায়গঞ্জের ফতুল্লার  দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীনতার জন্য জাতির জনক বঙ্গবন্ধুর ভূমিকা ভুলবার নয় । যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলো সেই স্বপ্ন বঙ্গবন্ধুর কন্যা বাস্তবায়ন করছে।

এসময়  উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য এম.এ সাত্তার, কো-অপ্ট সদস্য বিশ্বাস মো. লুৎফর রহমান, অভিবাবক সদস্য আবুল কালম, সাইফুল ইসলাম, সর্দার সালাহউদিন, শফিউদ্দিন তপন, দিপালী রানীসহ বিদ্যালয়ের শিক্ষর্থী ও অভিভাবকবৃন্দ।