আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক গ্রেপ্তার

ফতুল্লায় ৭ম শ্রেনীর এক শিক্ষার্থীকে যৌন নিপিড়নের মামলায় আবু আসাদ হিরা (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ১৩ জুন ঢাকার কেরানিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু আসাদ হিরা (৩৫) কাশিপুর আমবাগান এলাকার আবুল হোসেনের ছেলে।

১৪ জুন সন্ধ্যায় র‌্যাব-১১ এর উপ-পরিচালক একেএম মুনিরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুনিরুল আলম জানায়, অভিযুক্ত শিক্ষক কাশিপুর বাংলাবাজার জনৈক বাবুল এর বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিল। ভিকটিম উক্ত এলাকার একটি স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী। গত ৪ জুন অভিযুক্ত শিক্ষকের কোচিং সেন্টারে গেলে, উক্ত কোচিং সেন্টারের কক্ষে ভিকটিম ব্যতিত আর কোন ছাত্রী না থাকায় ভিকটিম বাসায় চলে যাওয়ার সময় অভিযুক্ত শিক্ষক কিছু সময় অপেক্ষা করার কথা বলে তার পাশে বসে। অতঃপর জোরপূর্বক অবৈধভাবে যৌন কামনা চরিতার্থ করার অসৎ উদ্দেশ্যে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে।

র‌্যাব জানায়, উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি যৌন নির্যাতনের মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(সংবাদচর্চা/১৪জুন/এমএল)

সর্বশেষ সংবাদ