আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শিক্ষা খাতে এমপি গাজীর ব্যাপক উন্নয়ন

শিক্ষা

শিক্ষা সংবাদচর্চা ডেস্ক:  ক্ষমতাসীন আওয়ামীলীগ ২০০৯ সালে  ক্ষমতা গ্রহণের পর থেকে শিক্ষা খাতে ব্যাপক রবাদ্দ বৃদ্ধি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বিনামূল্যে বই বিতরণ সহ শিক্ষার মান বৃদ্ধিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

নারায়ণগঞ্জের  রূপগঞ্জে স্বাধীনতার পরবর্তী সময় থেকে ২০০৮ সাল পর্যন্ত উপজেলার শিক্ষা ক্ষেত্রে তেমন উন্নয়নের ছোয়া লাগে নি।রাজধানীর নিকটবর্তী হওয়ায় এখানকার শিক্ষার্থীরা অনেক যানজট পারি দিয়ে ঢাকার বিভিন্ন কলেজে লেখা পড়া করে।

নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়গঞ্জ ১ আসন থেকে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সংসদ সদস্য নির্বাচিত  হবার পর থেকে সর্ব প্রথম শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের জন্য কাজ শুরু করেন। নিজের উদ্যোগে উপজেলার  বিভিন্ন পাড়া মহল্লার গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন।

এ ব্যাপারে নারায়গঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন- আমি ক্ষমতা গ্রহণের পূর্বে রুপগঞ্জের  শিক্ষা ব্যবস্থার বেহাল দশা ছিলো,আমি ক্ষমতা গ্রহণের পরে নিজের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মুড়াপড়া পাইলট উচ্চ বিদ্যালয় ও মুড়াপাড়া  কলেজকে সরকারিকরণ করেছি।

প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবণ নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন হয়েছে।

শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে এসএসসি পরীক্ষার ৩টি ও জেএসসি পরীক্ষার  ২টি নতুন কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোন শহীদ মিনার ছিলো না প্রায় ২০টি শহীদ মিনার নির্মান করা হয়েছে।বিনোদনের জন্য পার্ক সহ ১০টি খেলার মাঠের সংস্করণ করা হয়েছে।

বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে  শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ টি স্থানে গভীর নলকুবসহ টয়লেট নির্মান সম্পন্ন করা হয়েছে যার সেবা শিক্ষার্থীরা পাচ্ছে।

মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপনের লক্ষ্যে একসেট মাল্টিমিডিয়া উপকরণ বিতরণ করা হয়েছে।

প্রায় কয়েক কোটি টাকা ব্যয়ে ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে ।

স্নাতক শ্রেণীতে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি  চালু করা । উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষককে কম্পিউটার ব্যবহার ও মাল্টিমিডিয়া কনটেইন্ট তৈরীর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

তাছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ নির্মল পরিবেশ তৈরী করার জন্য পর্যাপ্ত সংখ্যক বৃক্ষ রোপণ করা হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে খেলাধুলার সামগ্রীসহ বাদ্যযন্ত্র সরবরাহ করা হয়েছে।

এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।