আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহজাহান-পিজা শামীমদের না ধরলে কেমন করে বন্ধ হবে জুয়া !

সংবাদচর্চা রিপোর্ট
সম্প্রতি শহরে কয়েকটি জুয়ার আসরে আলোচিত অভিযান চালিয়েছে পুলিশ। তাদের সাহসী কর্মকান্ডে এই প্রথম জুয়ার গডফাদাররা কিছুটা হলেও থমকে গেছে। তবে একেবারে চুপসে যায়নি ওরা। কৌশল বদলে চালিয়ে যাচ্ছে জুয়া। এদিকে বার বার অভিযানের সময়ে জুয়ার খলনায়ক শাহাজাহানের পালানের বিষয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের মতে, শাহজাহান-পিজা শামীমদের মতো লোকেরা থাকলে জুয়ার আসর থামবে না। সূত্র মতে, নতুন জিমখানার আসর ভাঙ্গার পরও ভাসমান ভাবে চলছে জুয়া। অপরদিকে শহরের এক আলোচিত জুয়ার আয়োজক বঙ্গবন্ধু সড়কে একটি বাড়ির তিন তলায় নতুন অফিস নিয়েছে বলে জানা গেছে।

চলতি জুলাই মাসের ১০ তারিখে নতুন জিমখানার জুয়ার আসরে হানা দেয় পুলিশ। তবে এর আগে দৈনিক সংবাদচর্চাসহ দু’একটি মিডিয়ায় এ নিয়ে খবর প্রকাশ হয়। স্থানীয়রা জানান, পুলিশের হানা দেয়ার খবর পেয়ে পালিয়ে যায় নতুন জিমখানার নতুন জুয়ার আসনের মূল দুই হোতা বড় শাহাজান ও বাচ্চু মিয়ার ছেলে অপু। সূত্র মতে, পালিয়ে যাওয়ার আগে একটি চিরকুট ফেলে যায় তারা। সেই চিরকুটে ১৭ জনের নাম রয়েছে। এই ১৭ জন ওই জুয়ার আসর থেকে নিয়মিত টাকা আনতো বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশ কিছু বলেনি। যদিও এর আগে কালীরবাজার সহ শহরের কয়েকটি স্থানে জুয়ার আসরে হানা দিয়ে ৪০ জুয়ারিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করেছিলো পুলিশ। চলতি বছরের ২ ফ্রেবুয়ারী রাতে ডিবি পুলিশের অভিযানে শহরের ৫ নং ঘাট এলাকা, কালিরবাজার, বঙ্গবন্ধু সড়কের আশে-পাশের এলাকায় এবং সাইনবোর্ড এলাকার কয়েকটি জুয়ার আসর থেকে ৪০ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়। এখান থেকেও মূল হোতা বড় শাহাজাহান পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। এর আগে গত ৮ মার্চ রাতে সুতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইর্য়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের টানবাজার কার্যালয়ে অবস্থিত ক্লাব থেকে ১২ জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়ার্ণ মার্চেন্ট এর স্টাফ সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে।
২০১৮ সালের ১০ মার্চ সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার এলাকার আমান ভবনে একটি জুয়ার আসরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই জুয়ার আসরের নিয়ন্ত্রনে ছিলেন ডিস ব্যবসায়ী শামীম হায়দার ওরফে পিজা শামীম। এর আগে ২০১৭ সালের ৮ অক্টোবর রাতে কালিরবাজার সিটি ক্লাবে অভিযান চালিয়ে ২১ জুয়ারীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। ওই সিটি ক্লাবের পরিচালনায়ও ছিলেন ডিস ব্যবসায়ীদের নেতা শামীম ওরফে পিজা শামীম। সূত্র মতে, শহরের আলোচিত এই পিজা শামীম ফের নতুন করে একটি অফিস নিয়েছে। শহরের বঙ্গবন্ধু সড়কের একটি ভবনের তিন তলায় এই অফিসের মাধ্যমে আবার জুয়ার আসর বসাবে সে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, জুয়ারিদের মোবাইল ফোনে কল দিয়ে নতুন নতুন স্থানে জুয়ার আসর বসাচ্ছে পেছনের কারিগররা। কোন কোন দিন কারও ফ্ল্যাট বাসা কিংবা আবাসিক হোটেলের রুম ভাড়া নিয়ে চলছে জুয়া। আবার ভাসমানভাবে রেলস্টেশন, লঞ্চঘাটের পাশে ফাঁকা জায়গায় পাটি পেতে জুয়া চালাচ্ছে আয়োজকরা।