আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শামীম শীষ্য নিয়াজুলের সেই পিস্তল উদ্ধার

শামীম শীষ্য

শামীম শীষ্য নিয়াজুলের সেই পিস্তল উদ্ধারশামীম শীষ্য

সংবাদচর্চা ডেস্ক:

শামীম ওসমানের  শীষ্য নিয়াজুলের সেই পিস্তল উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানো নিয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থক ও হকারদের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে তেড়ে যাওয়া নিয়াজুল ইসলামের খোয়া যাওয়া পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ।

সংঘর্ষের ১১ দিন পর বৃহস্পতিবার রাত সোয়া দুইটার দিকে নগরীর চাষাঢ়া সাধু পৌলের গির্জার সামনের ফুলের টব থেকে নিয়াজুলের পিস্তলটি উদ্ধার করে পুলিশ।

সদর মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৬ জানুয়ারি নগরীর চাষাঢ়ায় ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় নিয়াজুল ইসলামকে অস্ত্র হাতে দেখা যায়। সেসময় মারধরের শিকার হন তিনি। মেয়র ও তার সমর্থকদের অস্ত্র উঁচিয়ে আলোচনায় আসেন নিয়াজুল ইসলাম খান। হামলায় মেয়র আইভী ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন। ঘটনার পর থেকে নিয়াজুল পলাতক।

সাবেক যুবলীগ নেতা নিয়াজুল সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার ভাই নজরুল ইসলাম সুইট আওয়ামী লীগের নেতা ছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। মেয়র আইভীর অভিযোগ, নিয়াজুল পিস্তল উঁচিয়ে তাকে মারতে আসেন। তিনি শামীম ওসমানের চার ‘খলিফার’ একজন।