আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শীতল বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের চাদমারী এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়কে চলন্ত অবস্থায় শীতল পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪ টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে শীতল পরিবহনের একটি এসি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসচালক আনোয়ার হোসেন জানান, চলন্ত অবস্থায় তার আসনের কাছে থাকা ড্যাসবোর্ডে হঠাৎ আগুন ধরে যায়। পরে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কী কারণে আগুন ধরে তা এখনো জানা যায়নি।