আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শামীম ওসমানের মতো নেতা পেয়ে আমরা ভাগ্যবান-মতি

সংবাদচর্চা রিপোর্ট:

নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি বলেছেন, আমরা অত্যন্ত ভাগ্যবান এমপি শামীম ওসমানের মতো একজন নেতা পেয়ে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান শুধুই মাত্র নারায়ণগঞ্জের একজন নেতা তেমনটা নয়। শামীম ওসমানকে সারা বাংলাদেশ চিনে এবং জানে। তার মতো একজন ব্যক্তিত্ব আমাদের নেতা এবং আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ্য এটা আমাদের জন্য অত্যন্ত ভাগ্যের একটি বিষয়।

রবিবার (২৩ জুন) নাসিক ৬নং ওয়ার্ডে সুমিলপাড়া রেললাইনস্থ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়েজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ সকল কথা বলেন।

মতি বলেন, আমার ব্যক্তি জীবনের বিভিন্ন কার্যক্রমের জন্য দেশের বিভিন্ন প্রান্ত যাতায়াত করতে হয়। অনেক সময় বিভিন্ন কাজের তাগিদে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্থানে আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের পরিচয় দিলে অনেক সম্মান ও আন্তরিক ভালবাসা পাওয়া যায়। জননেতা শামীম ওসমানকে শুধু বাংলাদেশের মানুষই চিনে এমনটা নয়, এই দেশের গন্ডি ছাড়িয়ে শামীম ওসমানকে এখন বিশ্বের অন্যান্য মানুষও চিনে এবং জানে।

অনুষ্ঠান চলাকালে আগত অতিথিদের উদ্দেশ্যে কাউন্সিলর মতি বলেন, আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠা করা বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই আওয়ামী লীগের নেতৃত্বে তৎকালীন পাকিস্তানীদের পরাজিত করে আমরা একটি লাল সবুজের পতাকা অর্জন করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্ম ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ। বর্তমান আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আসর পর থেকে দেশের উন্নয়ন দ্রুত হচ্ছে। আজ কৃষক ক্ষেতে দান কাটতে শ্রমিক পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার করণ উন্নত জীবন। বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন শুধু মাত্র শহর নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও পৌছে গেছে। যার কারনে সাধারণ খেটে খাওয়া মানুষ যথার্থ কর্মসংস্থানের উৎস বর্তমান সরকার তৈরী করেছে যার ন্যায় আমাদের গ্রামীন অঞ্চলের কৃষকরা ক্ষেতের ধান কাটতে শ্রমিক পান না।

তিনি আরো বলেন, যখন আমরা রাষ্ট্র ক্ষমতার বাহিরে ছিলাম সেই সময়গুলোতে অনেক হামলা মামলার শিকার হয়ে জীবন যাপন করতে হয়েছে। সেই সময় যারা প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ছিলেন তাদের আমরা হামলা মামলার বিষয়ে বললে তারা বলতো ভাই আমাদের কি করার আছে। আমাদের উপর উপর মহলের চাপ রয়েছে। আজ আমার দল আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃতীয় মেয়াদে সরকার পরিচালনা করছে। দেশের অন্য কোথাও কি ঘটছে আমি জানিন। তবে আমার এই নির্বচনী এলাকায় যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে তারা অনেক ভালোই আছেন। তারা অত্যন্ত স্বাভাবিক জীবন যাপন করছেন। তবে হ্যা কিছু নব্য আওয়ামী লীগ রয়েছে যারা সুবিধাবাদী। এর ক্ষমতার পালাবদলের সাথে সাথে দল পরিবর্তন করে। তারই ধারাবাহিকতায় এই এলাকায় কিছু নব্য আওয়ামী লীগ আছে। এরা গুলিস্তান থেকে পোষ্টার কমিটি কিনে এনে তারা এলাকায় অলিতে-গলিতে লাগিয়ে নিজেদের আওয়ামী লীগ বলে প্রচার করে। আসলে তারা আওয়মী লীগের কাধে ভর করে বিশৃঙ্খলা করছে। এসব নব্য আওয়ামী লীগ দাবিদাররা বিভিন্ন এলাকায় প্রকৃত আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

এছাড়া তিনি প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের জন্য দোয়া প্রার্থনা করে বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার সফলতার সাথে তৃতীয় বারের মত দেশ পরিচালনা করছে। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ অনেক সমৃদ্ধি লাভ করেছে। যারা বাংলাদেশ থেকে হজ্ব করতে সৌদি আরবে জান তারা অবশ্যই দেখে থাকবেন আমাদের দেশ মানুষগুলো ঐ দেশে কতটা করুন অবস্থায় দিন অতিবাহিত করছে। অনেক কষ্ট করে তারা এই দেশের জন্য রেমিটেন্স প্রেরণ করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের আদমজী ইপিজেডে প্রায় ১০ লক্ষ ভারতীয় লোক কাজ করছে। উন্নত দেশ গুলোর মত অদূর ভবিষ্যতে বিভিন্ন দেশের মানুষ আমাদের দেশে কাজ করতে আসবে। আমাদের যাতে এই দেশের বাহিরে গিয় কাজ করতে না হয় সেই পথেই দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।