সৈয়দ মো: রিফাত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনিত প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে ফতুল্লা থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং বৃহত্তর কায়েমপুর এলাকাবাসীর উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা। এসময় শামীম ওসমানের প্রশংসা করে তিনি বলেন, শামীম ওসমান যে উন্নয়ণ করেছেন তা কোন মন্ত্রিও করেননি।
গতকাল বুধবার বিকালে হাজারো নেতা-কর্মী নিয়ে ফতুল্লার কায়েমপুর থেকে দক্ষিণ কায়েমপুর, উত্তর কায়েমপুর, পিঠালীপুল, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে আবার গোলাম মোস্তফার নির্বাচনী ক্যাম্পে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ৩নং ও ৭নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুসলিম মিয়া, যুবলীগ নেতা নূর হোসেন, শাহাদাত, মনির, রিপন, সবুজ, মোক্তার হাজী, আলমগীর, সুমন, আক্কাছ, মনা ও সজিব।
গোলাম মোস্তফা বলেন, উত্তর ও পূর্ব কায়েমপুর থেকে হাজারো নেতা-কর্মী নিয়ে আমার মিছিলে যোগদান করাতে আমি ব্যাক্তিগত ভাবে খুবই আনন্দিত। আমার এলাকাবাসীকে আমি স্বাগত জানাই। এই কায়েমপুরে কিছু পদবী ওয়ালা নেতাদের কারনে মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে, কিন্তু ভয়ে কেউ মুখ খোলেনি। শুধু আমাদের ভাইদের কারনে কায়েমপুরের মানুষ গুলো টিকে আছে। দক্ষিণ কায়েমপুরের ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সবাই আমাদেরকে এই মিছিলের মধ্যে দিয়ে সমর্থন করেছে। আমরা ৫টি ভাই এখন একত্রিত আছি।
তিনি আরও বলেন, আমরা দেখিয়ে দিলাম যে জনগন আমাদেরকেই সমর্থন করে। নারায়ণগঞ্জ-৪ আসনে আমার নেতা শামীম ওসমান যে উন্নয়ণ করেছেন তা কোন মন্ত্রির আসনেও হয়নি। কায়েমপুরবাসীর পক্ষ থেকে তাই আমরা আবার শামীম ওসমানকে এমপি হিসেবে দেখতে চাই। আগামী ৩০ তারিখ বিজয় হওয়ার পর কায়েমপুর বাসীর পক্ষ থেকে আমরা তাকে বিজয়ের মালা পড়াবো ইনসাআল্লাহ।