আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আপনার বহু আস্ফালন দেখেছি: এড. মাছুম

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানকে চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, ‘নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে একটি পরিবার। মাঝে মধ্যে আস্ফালন দেন শামীম ওসমান। আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেননি। আপনি ওইদিন রাইফেল ক্লাবে বলেছেন, আপনি হুকুম দিলে শুধু মাথা দেখা যাবে মাটি আর দেখা যাবে না। আসেন না বাপের বেটা হলে হুকুম দেন! হুমকি আমাদেরকে দিবেন না। আপনার হুমকি, আপনার ধমক এবং আপনার ক্ষমতা জেনেই কিন্তু আমরা রাজপথে নেমেছি। আমরা বলেছি ত্বকী হত্যার বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আপনি আপনার ভাই সেলিম ওসমান, আপনার চন্দন, খোকন যে সব নেতারা আছে এবং খোদ এই মামলার আসামি আজমেরী ওসমানকে নিয়ে আসেন।’

বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর আলী আহম্মদ চুনকা পাঠাগার মিলনায়তন প্রাঙ্গণে ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।

এ সময় সাংসদ শামীম ওসমানকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আস্ফালান করবেন না। আপনার বহু আস্ফালন দেখেছি। আপনার আস্ফালন দেখতে দেখতে বহু দিন কেটে গেছে। ফতুল্লাবাসীকে ডুবিয়ে নারায়ণগঞ্জ নিয়ে কথা বলেন। এত কথা যে বলেন, বলার আগে বুঝেন না কি কথা বলছেন। মিথ্যা কথা বলার একটা সীমানা থাকা দরকার। আপনি একটা চরম মিথ্যাবাদী। আপনি শুধু বানিয়ে বানিয়ে কথা বলেন। আপনি মৃত্যুর কথা বলেন কিন্তু আপনার মৃত্যুর ভয় নাই।’
মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘আপনি তো জনপ্রতিনিধি। তাহলে আপনি ত্বকী হত্যার বিচার চান না কেন? আজকে কেন চঞ্চলের মা কেঁদে বেড়ায়? আজকে ভুলু সাহার পরিবার কেন বিচার পায় নাই? আর মিঠু তো আপনার দলের লোক যাকে ওপেন রাজপথে হত্যা করা হলো। সেই মিঠুর বিচার চান না কেন? শুধু নিজের বেলাতেই ষোলো আনা। আপনার দিন শেষ হয়ে গেছে শামীম ওসমান। মানুষ আপনার ভেল্কিবাজি ধরে ফেলেছে। ওইসব আজেবাজে কথা বলে কোনো লাভ হবে না।