আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শামীম ওসমানের কেন্দ্রে হেরে গেল আইভী

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি এ কে এম শামীম ওসমানের ভোট কেন্দ্রে হেরে গেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী।

রবিবার ১৬ জানুয়ারি বিকালে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের এমপি শামীম ওসমান। সুত্রের খবর শামীম ওসমানের ভোট কেন্দ্রে আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ৩৬২ ভোট। অন্যদিকে এই কেন্দ্রে প্রথম হওয়া তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৬৮০ ভোট। এই কেন্দ্রে ১১৭৩ জন ভোটার ভোট দেন। তবে দুটি ভোট বাতিল হয় আর ১২৯ জন ভোটার অনুপস্থিত ছিলেন।
রবিবার তৃতীয় নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল আটটায় আর ভোটগ্রহণ শেষ হয় বিকাল চারটায়।