নিজস্ব প্রতিবেদক
মদের বার বন্ধের দাবীতে আয়োজিত মানববন্ধনে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমানকে সাধুবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাবে আয়োজিত এ মানববন্ধনে দলটির নেতাকর্মীরা এ মন্তব্য করেন।
মানববন্ধনের শুরুতে দলটির সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ থেকে পতিতাপল্লী উচ্ছেদের জন্য আমরা শামীম ওসমানকে সাধুবাদ জানাই। একই সাথে প্যারাডাইস ভবনে নির্মিত বার ভবন উচ্ছেদে তিনি ভূমিকা রাখবেন আমরা সেই প্রত্যাশা করি।
একইভাবে ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি শাহ আলম কাঁচপুরী বলেন, আমরা জানি নারায়ণগঞ্জে একটি পতিতা পল্লী ছিল। নারায়ণগঞ্জের কৃতি সন্তান আলহাজ্জ একেএম শামীম ওসমান সহ অন্যান্যরা নারায়ণগঞ্জের যুবকদের চরিত্র অক্ষুণ্ণ রাখার জন্য পতিতাপল্লী উচ্ছেদ করে দিয়েছিলো। এবং নারায়ণগঞ্জকে কলুষিত মুক্ত করতে তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছিলো তারা। আমরা তাদের এই কার্যক্রমকে স্বাগত জানাই।
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি শামীম ওসমান, সেলিম ওসমান তারা নিজেরাও এই বারের বিপক্ষে। তাদের সহযোগীতা ও তাদের সদিচ্ছা পারে এই বার দ্রুত বন্ধ করতে।
মানববন্ধনে অন্যান্যদের ভেতর আরও উপস্থিত ছিলেন দলটির মহানগর কমিটির সেক্রেটারি সুলতান মাহমুদ, সহ সভাপতি নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, অর্থ সম্পাদক আমির হোসেন, মহানগর যুব আন্দোলনের সহ সভাপতি ডা. মিজানুর রহমান, মহানগর ইশা ছাত্র আন্দোলনের সভাপতি শফিকুল ইসলাম, মহানগর শ্রমিক আন্দোলনের সভাপতি শেখ হাসান আলী সহ প্রমুখ।
এসএএইচ/এসএএইচ