আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শাকিব খানের চার ছবির নাম ঘোষণা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয়  শাকিব খান কথা দিয়েছিলেন, নিয়মিত ছবি প্রযোজনা করবেন। তিনি সেই কথা রেখেছেন। একসাথে চারটি ছবি প্রযোজনায় নামছেন শাকিব খান । ছবিগুলো নির্মিত হবে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানার থেকে।

সিনেমা চারটি হলো বীর, ফাইটার, পাসওয়ার্ড টু ও প্রিয়তমা। ছবিগুলো পরিচালনা করবেন যথাক্রমে কাজী হায়াৎ, বদিউল আলম খোকন, মালেক আফসারি ও হিমেল আশরাফ।
রোববার (২৩ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)- এর জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এতে হিমেল আশরাফ ছাড়া বাকি তিন পরিচালক উপস্থিত ছিলেন।

শাকিব খান বলেন, ‘সিনেমার সুসময়ে এসে দুঃসময়ে চলে যাব তা তো হয় না। আমি সিনেমার এই খারাপ সময়ে পাশে থাকতে চাই। আমি দেশের সিনেমা ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে দিতে চাই। যেনো বিদেশে গিয়ে আমার দেশের সিনেমা নিয়ে গর্ব করতে পারি।’