নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সদর উপজেলাধীন বক্তাবলী পরগণা এলাকায় মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর গণহত্যায় শহীদ হওয়া পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।
শনিবার (২৩ মে) বিকেলে বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর এলাকায় প্রায় ১০০ শহীদ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করে সংগঠনের নেতাকর্মীরা
বিতরণকালে ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি শুভ দেব বলেন, দিনে দিনে দেশে করোনা পরিস্থিতি ভয়ংকর ভাবে বৃদ্ধি পাচ্ছে। করোনার এত ঝুঁকি থাকা স্বত্বেও রোগের তুলনায় পেটের ক্ষুধাই এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমতবস্থায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন স্বাধীনতার সংগ্রামে বক্তাবলীতে যেসকল মানুষরা দেশের জন্য জীবন দিয়েছেন সেই শহীদ পরিবারগুলোর পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি।
ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে এসময় আরও উপস্থিত ছিলেন জেলার অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা, মহানগর কমিটির যুগ্ম-আহ্বায়ক তাকবীর হোসেন, সম্পাদক ইমরান হোসেন জাহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৯ মার্চ তারিখ নারায়ণগঞ্জের ইতিহাসে অন্যতম একটি কালো অধ্যায় রচিত হয়। সেদিন রাতে পাকিস্তানি মিলিটারি বাহিনী নির্মম গণহত্যা চালায় নারায়ণগঞ্জের বক্তাবলী-আলীরটেক অঞ্চলের প্রায় ২২টি গ্রামে। এতে শহীদ হন এ অঞ্চলের ১৩৯ জন মানুষ। বক্তাবলী এ গণহত্যা মুক্তিযুদ্ধের ইতিহাসে আলোচিত হলেও, এই শহীদ পরিবারগুলো কোনপ্রকার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায়নি। যার ফলে স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত অবহেলিত হচ্ছে শহীদের পরিবারগুলো।