আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শহীদ নগরে সন্ত্রাসী রনির হামলায় আহত ৩ থানায় অভিযোগ

সংবাদচর্চা রিপোর্ট : নারায়ণগঞ্জের শহীদ নগর এলাকার সেলিনা বেগম এর বাড়িতে নলুয়া পাড়ার দূর্ধষূ সন্ত্রাসী রনি চৌধুরি ও তার স্ত্রী শিরিনসহ অজ্ঞাত নামা আরও ৪-৫ জন সন্ত্রাসী হামলা চালায়। গতকাল রাত ২ টায় সময় বাসায় ঢুকে সেলিনা ও তার দুই মেয়েকে পিটিয়ে আহত করে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রনি চৌধুরি তাহার পালিত কন্যা সাবিনা সিনহা (অধরা) (২০) সেলিনা বেগমের ছেলের মোঃ রনির উকিল বাবা। গত কিছু দিন আগে পরিবারের কাউকে কিছু না জানিয়ে সেলিনা বেগম এর ছেলে সাবিনা সিনহা (অধরা) নামে একটি মেয়েকে বিয়ে করে।

গতকাল ০৫ ই এপ্রিল সেলিনা বেগমের ছেলের কাছে কাবিনের কাগজ চাহিলে রনি চৌধুরির পালিত কন্যা ফোন করে রনি চৌধুরিকে আসতে বলে তখন রনি চৌধুরী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সেলিনা বেগমের বাড়িতে হামলা করে বাড়ির জানালার গ্লাস ভাংচুর করে ও সেলিনা বেগমসহ তার দুই কন্যাকে মারধর করে নিলা ফুলা জখম করে এবং রাত সাড়ে ৩ টার সময় তাহার স্বামী কবির হোসেন ও বড় ভাইকে ফোন করে রনি চৌধুরি প্রান নাশের হুমকি প্রদান করে। এই ঘটনায় আজ সকালে সেলিনা বেগম থানায় একটি অভিযোগ দাখিল করে।

সেলিনা বেগম ও তার পরিবারের প্রান সংশয়ে ভুগছেন এমতা অবস্থায় তারা নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুনুর রশিদ এর সহযোগিতা কামনা করছে।