আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শহরে বকেয়ার দাবিতে বিক্ষোভ

সংবাদচর্চা রিপোর্ট

ঈদের আগে পোশাক শ্রমিকদের বকেয়া ও ঈদ বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।শুক্রবার বিকেলে নগরীর চাষাড়ায় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. মন্টু ঘোষ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা হাফিজুল ইসলাম ও আব্দুল হাই শরিফ।

সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন- গার্মেন্টস মালিকরা করোনার মহাদুর্যোগ পরিস্থিতির সুযোগ নিয়ে গণহারে শ্রমিকদের চাকুরিচ্যুত করে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে চলছে। এছাড়া পরিকল্পিতভাবে গার্মেন্ট শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে মিথ্যা মামলা দিয়ে শ্রমিকদের গ্রেফতার ও হয়রানি করছে।