সংবাদচর্চা রিপোর্ট: আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকায় (মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে) সভা আয়োজনের কারণে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সভাকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়ানোর জন্য এবং জনগণের জানমালের নিরাপত্তা বিবেচনায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীকে সহায়তা প্রদানের জন্য ২৭ সেপ্টেম্বর সকাল ৬ টা থেকে ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য তিন জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী ২ নং রেলগেট এবং তৎসংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান শহীদ মিনার ও তৎসংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো: গোলাম মাসুদ প্রধান ব্যাংকের মোড় ও তৎসংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করছে। শনিবার ( ২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক জসিম উদ্দিন স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।