আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শপথ পড়ালেন প্রধানমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়র শপথ নিয়েছেন । বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে মো. আতিকুল ইসলাম আতিক শপথ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলামকে শপথ পড়ান। এরপর শপথবাক্য পড়ান দক্ষিণ সিটির মেয় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে।

দুই মেয়রের শপথ শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম উত্তরের ৫৪ টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং দক্ষিণের ৭৪ জন সাধারণ কাউন্সিলর ও ২৫ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

সর্বশেষ সংবাদ