আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শপথ নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাছিনা গাজীর শ্রদ্ধা

সংবাদচর্চা রিপোর্ট:দ্বিতীয় বার তারাব পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব ( শপথ) নেওয়ার পর বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সভাপতি ও নবনির্বাচিত তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। সোমবার ( ৮ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত কাউন্সিলর ১ নং (১,২,৩) ওয়ার্ডের লায়লা পারভীন, ২ নং ( ৪,৫,৬ ) ওয়ার্ডের মাহফুজা বেগম, ৩ নং ( ৭,৮,৯ ) ওয়ার্ডের জোসনা বেগম , সাধারণ কাউন্সিলর রফিকুল ইসলাম মনির , এড. জসিম উদ্দিন ভুঁইয়া, রাসেল শিকদার, আক্তার হোসেন, হামিদুল্লাহ , মাহাবুবুর রহমান জাকারিয়া, আনোয়ার হোসেন, আমির হোসেন ভুঁইয়া,  আতিকুর রহমান।

এসময় হাছিনা গাজী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সহযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি। তারাব পৌরবাসী সুখে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নপূরন এগিয়ে যাবে।