সংবাদচর্চা রিপোর্ট
শপথ নিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যানরা। শনিবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন শাহজাহান ভূইয়া, ভাইস চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন সোহেল ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন সৈয়দা ফেরদৌসী আলম নীলা।
সোনারগা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন মোশারফ হোসেন,ভাইস চেয়ারম্যান পদে শপথ নিয়েছে বাবু ওমর,মহিলা ভাইস চেয়ারম্যানও শপথ নিয়েছেন।
আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন মোজাহিদুল ইসলাম হেলা সরকার এবং শপথ নিয়েছে দুই ভাইস চেয়ারম্যান ।
প্রসঙ্গত গত ৩১ শে মার্চ রূপগঞ্জ আড়াইহাজার সোনারগা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে।