আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

লেবানন বৈরুত দূতাবাসে লাগামহীন দুর্নীতি !

ডেস্ক রিপোর্ট : লেবানন এর রাজধানী বৈরুত বাংলাদেশ দূতাবাসে সীমাহীন দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখার একাংশের প্রধান উপদেষ্টা আলী আশরাফ ভূঁইয়া (বীর মুক্তিযোদ্ধা) রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার এর বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, দুর্নীতি ও অনিয়মের কথা উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সচিবালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের আলোকে জানা যায়, বাংলাদেশ দূতাবাস বৈরুতে অবৈধ কর্মী বাংলাদেশে ফেরৎ পাঠানোর কর্মসূচির আওতায় এনে প্রতিজনের কাছ থেকে ৩৫০ (তিনশত পঞ্চাশ) ইউ এস ডলার আদায় করা হয়। যদিও বৈরুত টু ঢাকা এয়ার এরাবিয়ান বিমান এর টিকেট মূল্য ১৭০-১৮০ ইউ এস ডলার মাত্র।

দুই দফায় এ পর্যন্ত মোট চার হাজার অবৈধ প্রবাসীদের দেশে ফেরৎ পাঠানোর প্রক্রিয়া চলছে। এদের মধ্যে কিছু প্রবাসীদের দেশেও পাঠানো হয়ে গেছে। এরি ধারাবাহিকতায় ৪ হাজার প্রবাসীদের কাছ থেকে প্রায় ১৪,০০,০০০$ (চৌদ্দ লক্ষ) ইউ এস ডলার আদায় করা হয়।

এর মধ্যে ৭,০০,০০০$ ইউ এস ডলার দুর্নীতি হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, যা বাংলাদেশি টাকার পরিমাণ ৫ কোটি ৬০ লক্ষ টাকা। অভিযোগে আরো জানা যায়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দেয়া প্রতিটি ভিসা প্রসেসিং এর নির্ধারিত ফি ১১ (এগারো) ইউ ডলার করে নেওয়ার কথা থাকলেও রাষ্ট্রদূত তা বাড়িয়ে ৫০ (পঞ্চাশ) ইউ এস ডলার করে নিচ্ছেন। ভিসার ফি বাবদ এভাবেই প্রতিমাসে গড়ে ১০,০০০$ ইউ এস ডলারের চেয়েও বেশী টাকা হাতিয়ে নিচ্ছেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

এছাড়াও অসুস্থ অসহায় রোগীদের বরাদ্দকৃত ওয়েলফেয়ারের কোন টাকাই প্রবাসীরা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগের তথ্যমতে, রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার একজন জামায়াত শিবির কর্মী, যার রোকন নাম্বার ছিল-১২৩৮। তিঁনি যখন ঢাকা শেরে বাংলা কৃষি কলেজে শিক্ষকতা করতেন তখন তিঁনি সক্রিয়ভাবে জামায়াত ইসলামের রাজনীতি করতেন।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামীলীগ লোবানন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়া এই প্রতিবেদককে বলেন, বর্তমান রাষ্ট্রদূত একজন লোভী, দূর্নীতিপরায়ণ প্রকৃতির লোক। অবৈধ প্রবাসীদের দেশে পাঠানোর নাম করে যে টাকা তিঁনি আত্মসাৎ করেছেন তা অবশ্যই নিন্দনীয় এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।

এসব টাকাগুলো প্রবাসীদের কষ্টার্জিত টাকা। রাষ্ট্রদূত এর দুর্নীতির প্রতিবাদ করায় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে দলের প্রধান উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট ৭ জন নেতাকর্মীদের জেলে পাঠিয়েছেন।আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপণ করছি এবং অবিলম্বে আমাদের নেতাকর্মীদের মুক্তি চাই। পাশাপাশি এই দুর্নীতিবাজ রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারকে প্রত্যাহার করে লেবাননে জনবান্ধব রাষ্ট্রদূত নিয়োগের জোর দাবী জানাচ্ছি।