আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লিংকরোড থেকে নারায়ণগঞ্জ আসতে ৪০মিনিট সময় লাগে শামীম ওসমানের

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের লিংকরোড থেকে নারায়ণগঞ্জে আসতে ৪০মিনিট সময় লেগেছে। এতে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, লিংকরোড থেকে এখানে আসতে ৪০ মিনিট সময় লেগেছে এটা দুঃখের খবর। ভালো খবর হলো আমি আসতে আসতে পত্রিকা পড়ছি তখন দেখতে পেলাম বাংলার দামাল ছেলেরা সফলতা ছিনিয়ে এনেছে। বাংলাদেশ স্বর্ণ ৪টি, রৌপ্য ৪টি, ব্রোঞ্জ ১৪টি মোট ২২টি পদক আমরা ছিনিয়ে এনেছি, এতো কম ফেসিলিটির পরও।

গতকাল মঙ্গলবার বিকালে জেলা ক্রীড়াসংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান আরও বলেন, পৃথিবীতে সব চেয়ে কম যেটা পাওয়া যায় সেটা হলো ‘সময়’। সময়টা খুবই কম হাতে। প্রতিদিন একটা করে সেকেন্ড কমে যাচ্ছে। সে কারণে আমি জেলা প্রশাসককে অনুরোধ করেছি, আমরা যৌথ উদ্যোগে কাজ করবো। আমরা চাচ্ছি নারায়ণগঞ্জের সর্বস্তরের দলমত নির্বিশেষ, সমাজে প্রতিনিধিত্বকারী সবাইকে ডেকে একটু আলোচনায় বসবো, আমাদের নারায়ণগঞ্জ প্রসঙ্গে। এখানে খেলার মাঠ থাকবে, আইনশৃঙ্খলা, ট্রাফিক যানজট সব কিছু মিলিয়েই থাকবে। এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করলে, সমষ্ঠিগত এটার সমাধান খুঁজে বের করবো, যদি আমরা যৌথভাবে এগিয়ে যাই।

তিনি আরও বলেন, আজকে এখানে হয়তো জেলা প্রশাসক এখানে আছে কালকে চলে যাবেন। কিন্তু একটা আত্মতৃপ্তি নিয়ে যেতে পারবেন। আত্মতৃপ্তিটা এখানেই যে, আমরা নারায়ণগঞ্জে থাকা অবস্থায় এই এই কাজগুলি করে আসছিলাম। করতে পেরেছিলাম এই আত্মতৃপ্তি কিন্তু অনেক বড় কিছু। আর আমরা যারা জনপ্রতিনিধি এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের করতে হবে।

নীট কনসার্ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসক জসীম উদ্দিনের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ টিটু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার, (রাজস্ব) সেলিম রেজা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কে ইউ আকসির, সহ-সভাপতি খবির উদ্দিন মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক প্রমুখ।

এ সময়ে উদ্বোধনী খেলায় সোনারগাঁ উপজেলাকে ২গোলে হারিয়ে বন্দর উপজেলা জিতেছেন।