আজ শুক্রবার, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে ফেন্সিডিলসহ ছাত্রলীগ সভাপতি আটক

লালমনিরহাটে ফেন্সিডিলসহ ছাত্রলীগ সভাপতি আটক

লালমনিরহাটে ফেন্সিডিলসহ ছাত্রলীগ সভাপতি আটকলালমনিরহাটে ফেন্সিডিলসহ ছাত্রলীগ সভাপতি আটক

হাসান মাহমুদ,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ৩ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ নওশেদ আহমেদ সুজন (২৩)নামে এক নব-নির্বাচিত কলেজ শাখা ছাত্রলীগের সভাপতিকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাদাই ইউনিয়নের আবুল কাশেম হিমাগার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুজন মিয়া উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কিসামত চরিতাবাড়ি এলাকার সুরুজ আলীর ছেলে।  সে আদিতমারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিশামত চরিতাবাড়ি আদিতমারী বাইপাস সড়কের আবুল কাশেম হিমাগার এলাকায় অভিযান চালিয়ে সুজনকে মোটর সাইকেলসহ আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশী চালিয়ে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
এছাড়া এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।