আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাইব্রেরিয়ান মোশাররফ হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান এম এম মোশাররফ হোসেনের বিদায় সংবর্ধনার আয়োজন করেছে লাইব্রেরির পাঠকবৃন্দ। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কালীবাজারে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা বলেন, জীবনের একটি পর্যায়ে সকলকেই কর্মস্থলকে বিদায় জানাতে হয়। মোশাররফ হোসেনের ক্ষেত্রেও তা ব্যক্তিক্রম নয়। তবে দীর্ঘদিন নিজ কর্মস্থল ছেড়ে যাওয়া যথেষ্ঠ কষ্টদায়ক। তিনি লাইব্রেরির উন্নতির জন্য নিজ দায়িত্ব যেভাবে পালন করেছেন তাতে লাইব্রেরির সকল পাঠক ও গ্রাহকরা আপনাকে মনে রাখবে দীর্ঘদিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরজ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ রতন কুমার সাহা, যমুনা নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হুসাইন স্মিথ সহ প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ ডিসেম্বর অবসরে যাচ্ছে লাইব্রেরিয়ান এম এম মোশাররফ হোসেন। বিদায়ের পূর্বেই তাকে সংবর্ধনা দিয়ে শ্রদ্ধায় স্বরণীয় করে রাখলেন লাইব্রেরির পাঠকবৃন্দ।