আজ রবিবার, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে লহরি খেলাঘর আসরের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

লহরি খেলাঘর

লহরি খেলাঘর

 লহরি খেলাঘর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে লহরি খেলাঘর আসর নামের একটি শিশু সাংস্কৃতিক ভিত্তিক সংগঠনের রূপগঞ্জ উপজেলা শাখার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার হাটিপারা এলাকায় মর্নিং গ্লোরি কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের, সাধারন সম্পাদক হাজী খলিল সিকদার, দপ্তর সম্পাদক ও উপজেলা খেলাঘর কমিটির সহ সভাপতি জিএম শহি, এস এম শাহাদাত, সাংবাদিক রাসেল আহম্মেদ, সাইফুল ইসলাম, ইমদাদুল হক্ব দুলাল, মাহবুব আলম প্রিয়, রুবেল মাহমুদ, লায়ন সালেহ আহম্মেদ প্রমূখ।
লহরি খেলাঘর আসরের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীকে পরবর্তি ২ বছরের জন্য একটি কমিটি ঘোষিত হয়। এ সময় খেলাঘরের শিশু শিল্পিবৃন্দ গান, নৃত্য ও নাটিকা প্রদর্শন করে স্থানীয় দর্শকদের মন মাতিয়ে তুলেন। এ সময় মেধাবীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম তার বক্তব্যে বলেন,প্রতিটি শিশুই একেকটি ফুল, এ ফুলগুলোই আগামী দিন সমাজে প্রতিষ্ঠিত হয়ে সুভাশ ছড়াবে। সমাজকে আলোকিত করবে। তাই শিশুদের উপযুগি এসব সাংস্কৃতিক অনুষ্ঠান পারা মহল্লায় বৃদ্ধি করতে হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ