আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লবণভর্তি ট্রাকে ৭,৭৩০ পিস ইয়াবা, গ্রেফতার ৩

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লবণভর্তি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। অভিযানে ইয়াবা পাচার কাজে ব্যবহৃত লবণ বোঝাই ১টি ট্রাক জব্দ করা হয়।

বৃহস্পতিবার ২৫ই ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০মিনিটে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় এ অভিযান চালানো হয়। বিকেলে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো , পাবনা জেলার সদর থানাধীন কবিরপুর এলাকার আমির হামজা (২৪),একই জেলা ও থানার গজমতিকুন্টা এলাকার হৃদয় শেখ (২৬) এবং পাবনা জেলার সদর থানাধীন মহেন্দ্রপুর এলাকার তুহিন হোসেন (২৪)।

র‍্যাব জানায়, কক্সবাজার থেকে লবণভর্তি ট্রাকে ইয়াবা নিয়ে পাবনা যাচ্ছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০মিনিটে উক্ত মাদক পাচারকারীদের আটক করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, কাভার্ডভ্যানের ভিতরে বিশেষ কৌশলে গাড়ির বডির টিন কেটে পাচারকৃত ইয়াবাগুলো লুকানো রয়েছে। পরে তাদের দেখানো মতে লবণ সরিয়ে মেশিনের মাধ্যমে বডির টিন কেটে ৭ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, তারা কাভার্ডভ্যানের চালক ও সহকারী সেজে ট্রাকযোগে পণ্য পরিবহণের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের কাজ করতো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।