আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্গন করে নৌকার পক্ষে মোটরসাইকেল মহড়া

লক্ষ্নীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রতীকের পক্ষে মোটর সাইকেল মহড়া।

শুক্রবার (২২ মার্চ) বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল হোসেনের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল নিয়ে শোডাউন করা হয়।
এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহড়ার লাইভ করেন জেলা ছাত্রলীগের সভাপতি।

নির্বাচন কমিশনের উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৯ এর ১৩ ধারার ‘ক’ অনুচ্ছেদে বলা হয়েছে- কোন ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোন যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বা অন্য কোন প্রকারের মিছিল করিতে পারিবে না কিংবা কোনরূপ শোডাউন করিতে পারিবে না।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, কোন প্রার্থী মিছিল বা শোডাউন করতে পারবেন না; এটি করলে তা হবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। কেউ যদি আচরণ বিধি লঙ্ঘন করে এসব কাজ করে তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।