আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লক্ষ্মীনারায়ণ কটন মিল্স উচ্চ বিদ্যালয়ের নির্বাচন সম্পন

সংবাদচর্চা রিপোর্ট:
ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ কটন মিল্স উচ্চ বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৯ নভেম্বর (শুক্রবার) দিনভর বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হয়।

নির্বাচন উপলক্ষ্যে একাধিক প্রার্থীরা বিভিন্ন পদে নিজেদের অবস্থান তুলে ধরেন। অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচনে ৪র্থ স্থান অর্জন করেছেন ডা. এমএ মোতালেব।

ডা. এমএ মোতালেব অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের অন্যান্য সদস্যরা তাকে অভিনন্দন জানান। এর পাশাপাশি শিক্ষার্থী সহ অভিভাকগণ মোতালেবকে অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর নব নির্বাচিত অভিভাবক সদস্য ডা. মোতালেব এক প্রতিক্রিয়ায় জানান, নির্বাচনে আমাকে ব্যাপক ভাবে সহায়তা করেছেন কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। নির্বাচনে জয়যুক্ত হওয়ার তিনি রুহুল আমিন মোল্লাকে শুভেচ্ছা জানিয়েছেন।