আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধ ইমরান নিহতর পর মাদক ব্যবসাকে কেন্দ্র করে কিলার বিল্লাল মিশÍরী নিহত


ফতুল্লা প্রতিনিধি ঃ
গতকাল কদমতলী ও কুতুবপুরে মাঝামাঝি ওয়াসা সংলগ্ন পারে উওর রসুলপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও কিলার বিল্লাল মিশÍরী বন্দুক যুদ্ধ নিহত হয়
বলে দাবি করেন এলাকাবাসী ,তবে কদমতলী থানার তদন্ত ওসি মোঃ সাজু আমাদের কে জানান গতকাল রাত আনুমানিক ৩ থেকে ৪টার মধ্যে কোন এক সময় মাদক ব্যবসা কে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে গোলাগলি হয় , গুলি বিনিময়ের এক পর্যায় কিলার ও মাদক ব্যবসায়ী বিল্লাল মিশÍরী ঘটনাস্থানে মারা জান বলে মনে করেন কদমতলী থানার পুলিশ । এসময় বিল্লাল মিশÍরীর মৃত্যু খবর ছড়িয়ে পরলে কুতুবপুর সহ কদমতলী থানা এলাকায় সাধারন মানুষের মনে শান্তি ফিরে আসে এবং ঝাকে ঝাকে দল বেধেঁ বিল্লাল মিশÍরীর লাশ দেখতে ওয়াসার খেঁজুর বাগানে ভিড় জমান ,এর আগে কিলার বিল্লাল মিশÍরীর বড় ভাই ইমরান মিশরী র‌্যাব ১০ সাথে বন্দুক যুদ্বে নিহত হয় তার কাছ থেকে ১টি রিভালবার ৫ রাউন্ড গুলি ,মাদক বেচার ৫৯ হাজার ৮শত ৬৬ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্বার করেন র‌্যাব। তাদের দুই ভাইয়ে্র বিরুদ্বে কদমতলী ও ফতুল্লা থানায় হত্যা, চাঁদাবাজি ,অস্ত্র,মাদক আইনে মোট ১৪ টি মামলা রয়েছে।এখন এলাকাবাসীর দাবি তাদের বড় ভাই ইমন কে ধরে আইনের আলতায় আনা হলেই এই দুই থানার এলাকাবাসী শান্তিতে থাকতে পারবেন ।