সংবাদচর্চা রিপোর্ট:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন বাংলাদেশে। ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের জন্য বাংলাদেশে এসেছেন তিনি।অন্য বলিউড তারকাদের বাংলাদেশ সফর নিয়ে যেমন মাতামাতি হয়, প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি।
জানা গেছে,ঢাকার একটি পাঁচতারা হোটেলে উঠেছেন প্রিয়াঙ্কা। এরপর বেলা সাড়ে ১১টার পর সাবেক এই বিশ্বসুন্দরী রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা সড়কপথে ইনানীতে পৌঁছান। সেখানে হোটেল রয়েল টিউলিপে বিশ্রাম নিচ্ছেন তিনি। বিকেল ৪টায় মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যান বলিউডের এই নায়িকা।
সোমবার সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। স্থিরচিত্রটির ক্যাপশনে তিনি লিখেন, বিশ্বের যত্ন প্রয়োজন। আমাদের যত্ন নিতে হবে। যুক্তরাজ্যে যুবরাজ প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাংলাদেশ সফরে এসেছেন তিনি।বিস্তারিত আসছে…