সংবাদচর্চা ডেস্ক:
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তো রাখাইনে রোহিঙ্গা নির্যাতনকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন। দুতের্তো তার কার্যালয়ে দেশটির কৃষক ও কৃষিবিষয়ক কর্মকর্তাদের উদ্দেশে এক বক্তব্যে এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, আমি রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করতে চাই। মিয়ানমারের সব মুসলিম রোহিঙ্গাকে আশ্রয় দিব।
কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি রোহিঙ্গাদের প্রশংসা করেন। এছাড়া মাদকের বিরুদ্ধে তার কঠোর অভিযানের বিষয়ে আন্তর্জাতিক আদালতে করা অভিযোগ নিয়ে সমালোচনা করেন।
মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধান করতে না পারায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন। তিনি বলেন, তারা এখনো পর্যন্ত এ সমস্যার সমাধান করতে পারেনি।
জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বা নির্যাতনের ভয়ে এ পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে অনেক বেসরকারি সংস্থা এ সংখ্যাকে ১০ লাখ বলে উল্লেখ করেছে।
জাতিসংঘের তথ্যমতে, গত বছরের ৯ অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২ হাজার রোহিঙ্গা গণহত্যার শিকার হয়েছেন। পাশাপাশি ১০ হাজারের বেশি গুরুতর আহত হয়েছেন।
উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে গত ছয় মাসে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে আরও প্রায় দুই লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা সেখানে দেশটির সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের হাতে ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগের মতো ভয়াবহ নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন।