আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রোজেলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নবকুমার :

সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ার মাজারে যাওয়ার ব্যাপারে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল এর বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি। গত ১৮ জুলাই এই তদন্ত কমিটি গঠন করা হয় । কমিটির সদস্যরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান আব্দু। তদন্ত কমিটির বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন। তিনি বলেন, তদন্ত কমিটিকে ২৫ জুলাইয়ের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব বরাবর রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে। নাসির আরও বলেন, সত্য বললে সেটা গ্রহণ করা হয় না। উল্লেখ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় কিছু পত্রিকায় ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে গিয়েছেন এমন সংবাদ প্রকাশ হয়। যার সত্যতাও মিলছে বলে সংবাদচর্চাকে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির একাধিক নেতা। এ নিয়ে নারায়ণগঞ্জে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সুত্রের খবর বিএনপির একটি পক্ষ রোজেলকে শাস্তি দেওয়ার বিপক্ষে কাজ করছে।