আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রোজিনার মুক্তি চায় রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ১৯ মে বুধবার মানববন্ধন করা হয়েছে।

ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। সভায় বক্তব্য রাখেন , দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়, দৈনিক নতুন বাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.এ মান্নান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, রাসেল মাহমুদ, ইমদাদুল হক দুলাল, রোবেল মাহমুদ, শাহেল মাহমুদ, এস এম আবু কাউসার, সাকের মিয়া, সুলতান মহিউদ্দিন, রাসেল মিয়া, অনুপম হাসান ফরিদ, সৈয়দ নাজমুল হক, লিখন রাজ, কবি নায়েব আলী, মোঃ আলম হোসাইন, মাহবুুবুর রহামন রনি, সোহরাব হোসেন সাজিদ, মঞ্জুর এলাহী, সোহেল কবির, নওয়ার মিয়া, পারভেজ আহমেদ, সিয়াম মাহমুদ, মোঃ শাহিন মিয়া, রিপন সরকার, আবু কাওছার মিঠু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।