রেফারিকে ধাক্কা দেয়ার জেরে ৪ থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। খবর দিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’। রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্প থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে রোনালদোর রিয়াল মাদ্রিদ। এতে তারা শিরোপার পথে এক পা এগিয়ে গেছে। কিন্তু বড় দুশ্চিন্তা ক্লাবটির সমর্থকদের। এদিন এল ক্লাসিকোর মহারণে রিয়ালের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তাকে লালকার্ড দেখানোর পর রেফারি ডি বারগোস বেনগোয়েটেক্সাকে পেছন থেকে হালকা ধাক্কা দেন রোনালদো। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ৯৬ আর্টিকেল অনুযায়ী এমন ঘটনার জন্য খেলোয়াড় ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। অথচ রোনালদো এই ধাক্কা না দিলে আলোচনায় থাকতো রেফারির ‘ভুল’। এদিন রোনালদোকে ছাড়ায় ম্যাচ শুরু করে রিয়াল। কিন্তু ৫৮ মিনিটে করিম বেনজেমার বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ৮২ মিনিটে দারুণ এক গোল করেন রোনালদো। গোলের পর জার্সি খুলে উদযাপন করেন পর্তুগিজ এ উইঙ্গার। এতে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। এর দুই মিনিট বাদে ঘটে বিতর্কিত ঘটনা। বার্সেলোনার ডি বক্সের মধ্যে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হালকা ধাক্কায় পড়ে যান রোনালদো। রেফারি রোনালদোর বিরুদ্ধে ডাইভের অভিযোগ এনে তাকে আরেকটি হলুদ কার্ড দেখান। এতে দুই হলুদে এক লালকার্ডে মাঠ ছাড়তে হয় তাকে। রেফারির এই দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে যথেষ্ঠ প্রশ্ন রয়েছে। রোনালদো তখন কতটা ডাইভ দিয়েছিলেন তা নিয়ে টিভি ধারাভাষ্যকরদের প্রশ্ন ছিল। এমন কি দর্শকদের খালি চোখেও এটা ডাইভ মনে হয়নি। এ কারণে রেফারিতে হয়তো সামলোচনা শুনতে হতো। কিন্তু তার সমালোচনা ঢেকে গেলো রোনালদোর এক আলতো ধাক্কায়। এখন বড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি। যদিও রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তারা রোনালদোর এই লালকার্ডের বিরুদ্ধে আবেদন করবে। এছাড়া রোনালদোর লালকার্ডে বিব্রত ও চিন্তিত বলে জানালেন রিয়ালের কোচ জিনেদিন জিদান। বলেন, ‘আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। কিন্তু রোনালদোর লালকার্ডে আমি চিন্তিত। সেটা হয়তো পেনাল্টি হতো না। কিন্তু রোনালদোকে আরেকটি হলুদ কার্ড দেখানো ছিল হাস্যকর।