সংবাদচর্চা রিপোর্ট :
রূপগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ফলজ ও বনজ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান।
সোমবার ২৫ আগস্ট সকালে তিনি এ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন। এসময় তারাব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, ৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি ইমরান হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান মিয়া, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান রনি, তারাব পৌর যুবদল নেতা ইব্রাহিম দেওয়ান,সানোয়ার খান সানু,রায়হান মিয়া,আক্তার হোসেন, তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সাল হোসেনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন । পরে শিক্ষার্থীদের বৃক্ষ রোপন ও সংরক্ষণ করার আহবান জানান কাজী মনিরুজ্জামান।

