আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের শতভাগ সফলতা অর্জন,হাছিনা গাজীর অভিনন্দন

নবকুমার:

২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করেছে রূপগঞ্জ উপজেলার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ। এবার এইচএসসি পরীক্ষায় রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ থেকে ৭২ জন শিক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭২ জন। সবাই ভালো ফলাফল করছে। জিপিএ ৫ পেয়েছে একজন। ফলাফলের দিক দিয়ে নারায়ণগঞ্জ জেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ। দক্ষ নেতৃত্বই পারে যে কোন প্রতিষ্ঠানের ফলাফল বদলে দিতে  । আর ভালো নেতৃত্বের ছোয়া পেয়েছে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ। এ কলেজের বর্তমান সভাপতি তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। তার দিকনির্দেশনায় ক্রমাগত ভাবে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ সফলতা অর্জন করে যাচ্ছে। এবার  শতভাগ পাস করায় হাছিনা গাজী নিউ মডেল স্কুল এন্ড কলেজের সকল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছে। তিনি এ সফলতার ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানিয়েছেন।