তুহিন,রূপগঞ্জ প্রতিনিধিঃ আজ নানা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের (শিক্ষাবর্ষ ২০১৭/১৮) একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠান পালিত হয়েছে।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এ সময় তিনি বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত লাভ করতে পারে নি। নবীনরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। আমাদের ছেলে মেয়েদের কে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে যাতে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা নির্মাণ করতে পারে। শিক্ষার মান উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি আরও বলেন, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের সকল সমস্যা সমাধান করে দিবেন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিঃ শেখ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারাব পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মফিজ, গভর্নিংবডির সদস্য আলহাজ্ব এ এম মফিদুল ইসলাম, আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মঞ্জুর রহমান, রূপসী নিউ মডেল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রুহুল আমিন শিকদার সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।