আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপসী দাখিল মাদ্রাসায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

সংবাদচর্চা রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ( ৫০ বছর পূর্তি) ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ২৬ মার্চ ) সকালে মাদ্রাসায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো: মুন্না খাঁনের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন মুফতি ওবায়দুল হক।