রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তুহিন মোল্লা,রূপগঞ্জ প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশে রূপগঞ্জ উপজেলার রূপসী ইসলামিয়া দাখিল মাদরাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মরহুম আলহাজ্ব আ: করিম ভূইয়ার প্রতিষ্ঠিত মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তারাবো পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোসাদ্দেক হোসেন পান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।
প্রধান অতিথির বক্তৃতায় হাছিনা গাজী বলেন ,ইসলাম শান্তির ধর্ম। মাদ্রাসায় কোন জঙ্গীবাদের স্থান নেই। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের সরকারের আওতায় আনা হয়েছে।মাদ্রাসার জন্য আলাদা বোর্ড গঠন করা হয়েছে।
শিক্ষকদের উদ্দেশ্যে মেয়র বলেন,আপনারা সমাজের বিবেক। সবসময় ছেলে মেয়েদের ভালোবাসা দিয়ে পড়া লেখা আদায় করার চেষ্টা করবেন। বিএনপি জামায়াতের কোনপ্রকার ষড়যন্ত্রে পা দেবেন না।দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন।
শিক্ষক প্রতিনিধি আলহাজ্ব মুফতি কাজী ওবায়দুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাখাওয়াত হোসেন ভূঁইয়া, অভিভাবক গ্রুপের সদস্য আলহাজ্ব সুরুজ্জামান ভূঁইয়া,মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মোখলেছুর রহমান।