আজ শনিবার, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপসীতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

টি.আই.আরিফ :

রূপগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এই ফুটবল টুর্নামেন্ট যৌথভাবে উদ্বোধন ঘোষণা করেন তারাব পৌরসভার সাবেক মেয়র শফিকুল চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ প্রধান। এসময় উপস্থিত ছিলেন রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফয়জুল কবীর, তারাব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান রনি, তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য শরীফ খন্দকার, মাহমুদুল হাসান রানা, স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী আরিফ, আলমগীর ভুঁইয়া,ফয়সাল হোসেন,৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল আমিন বাবু ।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ প্রধান বলেন, শহীদ জিয়া খেলাধুলা পছন্দ করতেন। আমরা তার সৈনিক হিসাবে দলমত নিবিশেষে আমরা এই ফুটবল টুনামেন্ট শুরু করেছি। বিগত ১৭ বছর রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে শহীদ জিয়ার কোন অনুষ্ঠান করতে পারি নাই। আমরা বেটার রূপগঞ্জ প্রত্যাশা করছি।
তারাব পৌরসভার সাবেক মেয়র শফিকুল চৌধুরী বলেন, মাদক থেকে আমাদের যুব সমাজকে রক্ষার জন্য খেলাধুলার বিকল্প নেই। বিগত ফ্যাসিস্ট যা করেছে আমরা তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবো।