আজ রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপসীতে যমুনা ব্যাংকে ডাকাতির প্রস্তুতিকালে আটক ১

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার রূপসীতে যমুনা ব্যাংকে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় ১ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) রাত ৩ টা বেজে ১৫ মিনিটে ঐ ডাকাত সদস্যকে আটক করা হয়।

জানা গেছে ,আটককৃত ডাকাত সদস্যের নাম কাউছার । তার বাড়ি কুমিল্লা জেলায়। তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান সংবাদচর্চাকে জানান, আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ শনিবার আসামিকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হবে।